ফের পথ দুর্ঘটনা ত্রিপুরায় , জখম ৫

14th January 2020 অনান‍্য
ফের পথ দুর্ঘটনা ত্রিপুরায় , জখম ৫


-আজও আবার  দু‌টি পৃথক পৃথক যান দুর্ঘটনায় আসামের দেওলাখাল ও সলগই‌য়ে গুরতর আহত(পাঁচ)। গতকাল সোমবা‌র আসামের পাথারকা‌ন্দির সোনা‌খিরায় সংঘ‌টিত ভয়াবহ যান দুর্ঘটনায় চার জ‌নের মৃত্যু সহ সাত ব্য‌ক্তি আহ‌তের ঘটনার রেশ কাট‌তে না কাট‌তে এক দি‌নের মাথায় মঙ্গলবার ফের অনুরুপ দু‌টি পৃথক পৃথক যান দুর্ঘটনা ঘ‌টে‌ছে দেওলাখাল ও সলগই‌য়ে।এ‌তে মোট পাঁচ জন আহত হবার খবর জানা গে‌ছে।ঘটনার পর পাথারকা‌ন্দি ও বাজা‌রিছড়া পু‌লিশ তদ‌ন্তে নে‌মে আহত‌দের চি‌কিৎসার ব্যবস্থা সহ দুর্ঘটনাগ্রস্থ গা‌ড়িগু‌লো নি‌জে‌দের হেফাজ‌তে নি‌তে সক্ষম হ‌য়ে‌ছে।জানা গে‌ছে এদিন প্রথম দুর্ঘটনা‌টি ঘ‌টে বাজা‌রিছড়ার সলগই শিবম‌ন্দির এলাকার আট নং জাতীয় সড়‌কের উপর।সকাল দশটা নাগাদ স্থানীয় শ্যামা প্রজাপ‌তির স্কুল পড়ুয়া যুবক বাপন প্রজাপ‌তি(15)‌বি‌শেষ কা‌জে পড়শীর বা‌ড়ি যাবার প‌থে জাতীয় সড়‌কের পাশ ধ‌রে হাঠ‌ছিল,তখন তা‌কে রাধাপ্যারীগা‌মি এক‌টি দ্রুতগা‌মি এ্যা‌পি ভ্যান অর্ত‌কি‌তে ধাক্কা দি‌লে সে রক্তালুপ্ত হ‌য়ে সড়‌কের পা‌শে লু‌টি‌য়ে প‌ড়ে।প‌রে তা‌কে ক‌রিমগঞ্জ সি‌ভিল হস‌পিট্যা‌লে ভ‌র্তি করা হয়।এবং এ্যা‌পি ভ্যান‌টি‌কে পু‌লিশ আটক কর‌লেও চালক পলাতক ব‌লে জানা গে‌ছে।অন্য‌দি‌কে এদিন দুপুর আড়ইটা নাগাদ যাত্রীবা‌হি আটো ও এক‌টি ট্রাকের মুখোমু‌খি সংঘ‌র্ষে আহত হন অটোর চার যাত্রী।ঘটনা‌টি ঘ‌টে‌ছে দেওলাখাল জাতীয় সড়‌কের উপর।আহতারা হ‌লেন পাথারকা‌ন্দির শুক্কুর আলী(60)সহ মইনুল হোসেন(27)আরিফ উদ্দিন(28)লিলই বি‌বি(45)।এ ঘটনায় আহত‌দের চি‌কিৎসার জন্য স্থানীয় হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।ঘটনার পর পাথারকা‌ন্দি পু‌লিশ AS10C/4624 নম্ব‌রের অটো ও AS24C/2604.নম্ব‌রের ট্রাক‌টি‌কে আটক ক‌রে থানায় নি‌য়ে গে‌লেও দুই চালক যথারী‌তি পলাতক ব‌লে জানা গে‌ছে।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।